মোঃ আশিকুর রহমান(টুটুল), নাটোর প্রতিনিধি,
নাটোরের বড়াইগ্রামে পাঁচ হাজার পাঁচশত টাকা দরে টিকিট কেটে মাছ ধরার ঘটনা
ঘটেছে । বুধবার ভোর রাত থেকে মাছশিকারীরা পাঁচ হাজার পাঁচশত টাকা দরে এক জন
করে টিকিট কেটে বড়াইগ্রাম উপজেলার মানিকপুর গ্রামে মুরাদের পুকুরে দিন ভর
মাছ ধরে । এই সময় উক্ত ঘটনাকে কেন্দ্র করে খাবার দোকান ও উৎসুক জনতা ভীড় জমায় ।
জানা যায় এই সকল মৎস শিকারীগন আড়ানী, বাঘা, রাজশাহী,নাটোর
,লালপুর,বড়াইগ্রাম,মুলাডুলী থেকে ফাইবার,হুইল,দেশীয় ছিপও ববর্ষি নিয়ে এখানে
মাছধরতে আসে । আগত মৎসশিকারী গন রুই,মিনারকাপ,সরপুটি,সিলভারকাপ জাতের
মাছ ধরেন । তবে সর্বোচ্ছ মাছের ওজন ছিল ২ কেজি ৫০গ্রাম