সব মিলিয়ে কোথাও যেন পারফেস্ট সম্পর্কের গোল সেটার এই সেলেব জুটি নেটদুনিয়ায় ভীষণ পছন্দের। তবে দীপিকাকে নিয়ে যে রণবীরের বিন্দুমাত্র অভিযোগ নেই এমনটাো ভাবনা ভুল, কারণ দীপিকা এতটাই বেশি বাতিকগ্রস্থ জিনিসপত্র পরিষ্কার করা নিয়ে, যে রীতিমত নাজেহাল অবস্থায় রণবীর ফোর করে বসেছিলেন দীপিকার বাড়িতে। এই প্রসঙ্গও সামনে আনতে দ্বিধাবোধ করেননি রণবীর।