গোপলগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায়
ডলি মধুর খুনিদের ফাঁসির দাবিতে মানব বন্ধন ও সমাবেশ
করেছে কোটালীপাড়া সর্বস্তরের জনগন। গতকাল শনিবার
সকাল ১০টায় ফেরধরা পল্লী সমাজ ও এলাকাবাসীর
আয়োজনে, উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত উক্ত মানব
বন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুজন মধু, কৃষ্ণারানী
কর, সুমন মন্ডল, ধ্রপদী মধু, পলাশ মধু, মায়া সরকার প্রমুখ।
সমাবেশে বক্তারা ডলি মধুর খুনিদের ফাঁসির দাবি জানান।
এর আগে একটি র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান
সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে এসে সমাবেশে মিলিত
হয়।
উল্লেখ্য গত ১৪ মার্চ দিবাগত রাতে স্বামী ও পরিবারের
সদস্যদের হাতে নির্মম ভাবে খুন হয় এক সন্তানের জননী
গৃহবধু ডলি মধু (২২)। এ ব্যাপারে স্বামী তরুন বৈদ্য
বর্তমানে জেল হাজতে রয়েছে।