ঝালকাঠি সংবাদদাতাঃ-ঝালকাঠির রাজাপুরের বদরপুর গ্রামের নাপিতবাড়ি এলাকায় গতকাল শুক্রবার সন্ধ্যায় জঙ্গী বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান। মঠবাড়ি ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, ওসি শেখ মুনীর উল গীয়াস, হারুন অর রশিদ, মজিবুর রহমান ফকির ও তরিকুল ইসলাম তারেক প্রমুখ। অপরদিকে উপজেলার বলাইবাড়ির ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে জঙ্গী বিরোধী সভা করেছে রাজাপুর থানা পুলিশ। সভায় ওসি শেখ মুনীর উল গীয়াস ও ওসি তদন্ত হারুন অর রশিদসহ স্থানীয় সুধীজন বক্তব্য রাখেন। পৃথক এ সভায় রাজাপুর সাংবাদিক ক্লাবের সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।