বিশেষ সংবাদদাতা, সিলেট থেকে:
দেশব্যাপী সাংবাদিক হত্যা নির্যাতনের প্রতিবাদে সিলেটে মানববন্ধন
কর্মসূচি ও সমাবেশ করেছে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক কমিশন
(বামাসাক) সিলেট। গতকাল মঙ্গলবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ
কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা সাংবাদিকদের বিরুদ্ধে থানায় কোন
এজাহার এলে সঠিকভাবে যাচাই বাছাই করে মামলা রেকর্ড করার দাবি জানান।
পাশাপাশি কোন সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত
গ্রেফতার না করার আহবান জানানো হয়।
কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলুুর সভাপতিত্বে সমাবেশের শুরুতেই স্বাগত
বক্তব্য দেন কমিশনের সাবেক সভাপতি সংগ্রাম সিংহ। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন,
সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট
এসোসিয়েশনের সভাপতি আল আজাদ, সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক
আলী আহমদ, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অ্যাডভোকেট
ইরফানুজ্জামান চৌধূরী, ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সিকান্দর
আলী, সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ওয়েছ খছরু, টেলিভিশন
সাংবাদিক ইউনিয়নের সভাপতি কামকামুর রাজ্জাক রুনু, বাংলাদেশ মানবাধিকার
বাস্তবায়ন সংস্থার সাধারন সম্পাদক শাহীন আহমদ খান, কালের কন্ঠের ব্যুরো প্রধান
আহমেদ নূর, সিলেট প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুর রশীদ রেনু, সহ
সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শিহাব, কোষাধ্যক্ষ ও আফতাব উদ্দিন, সিলেট জেলা
প্রেসক্লাবের সহ সভাপতি মঈন উদ্দিন, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারন
সম্পাদক শাহ দিদার আলম নবেল, সিলেট জেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক
এস সুটন সিংহ, সাবেক পৌর কমিশনার মো. আজহার উদ্দিন জাহাঙ্গীর,
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সল,
সাধারণ সম্পাদক এএইচ আরিফ, এসএ টিভির ব্যুরো ইনচার্জ আব্দুল আলিম
শাহ, দৈনিক সবুজ সিলেটের বার্তা সম্পাদক ছামির মাহমুদ, দক্ষিণ সুরমা
প্রেসক্লাব সভাপতি আজমল খান, শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল
মোহাম্মদ, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, সাধা রণ
সম্পাদক পিযুষ রঞ্জন পুরকায়স্থ টিটু, সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহছানুল
হক তাহের, এসিড সন্ত্রাস নির্মূল কমিটি এসনিকের সাধারন সম্পাদক
জুরেজ আব্দুল্লাহ গুলজার, মাদক ও যৌতুক বিরোধী সাংস্কৃতিক সংগঠন
চিরন্তনের সভাপতি ইকবাল হোসেন আফাজ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ খোকন,
অনাবিল সমাজ কল্যান সংস্থার সভাপতি সুদিপ বদ্য, বাংলাটাইম ইউকে সিলেটের
ব্যুরো প্রধান আবু তালেব মুরাদ, ইউএনবি’র সিলেট প্রতিনিধি মোহাম্মদ
মহসীন, দৈনিক যুগান্তরের ফটোসাংবাদিক মামুন হাসান,
বাংলানিউজটোয়েন্টিফোরডটকম‘র স্টাফ করেসপন্ডেন্ট নাসির উদ্দিন, সমকালের
স্টাফ ফটো সাংবাদিক ইউসুফ আলী, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র
রিপোর্টাও আনাস হাবিব কলিন্স, উত্তরর্পূবের ফটো সাংবাদিক শংকর দাস,
ফটো সাংবাদিক এফএ মুন্না, উত্তরপূর্ব পত্রিকার সিনিয়র রিপোর্টার অমল
কৃষ্ণ দেব, বিএনপি নেতা মাহবুব চৌধুরী, সমকাল সুহৃদ সুব্রত বসু, সদস্য
সজিত দাস ও সাব্বির আহমদ, নিউ ন্যাশনের প্রতিনিধি এম এ শফি,
সাংবাদিক সজল ঘোষ, মানচিত্রের স্টাফ রিপোর্টার রায়হান উদ্দিন নয়ন, সবুজ
সিলেটের স্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান রুমান, যুগভেরীর
ফটোসাংবাদিক রনজিত কুমার সিংহ, ফটো সাংবাদিক আবু বকর,
ফটোগ্রাফার আহমদ সোহেল, ব্যবসায়ী হাজি আব্দুল হামিদ শাকিল আহমদ ও
কল্লোল জ্যোতি বিশ্বাস, সিলটিভির হেনা মম, আনিসুর রহমান, মার্জিয়া
বেগম রুমা, ফাহমিদা রহমান মৌসুমী, এমএসএ মাছুম খান, শেখ তোফায়েল
আহমদ সেপুল, ইচ্ছাপূরণ সামাজিক সংগঠনের রাসেল মিয়া, সুদ্বীপ বৈদ্য।
সমাবেশে বক্তারা সিরাজগঞ্জ শাহজাদপুর সমকাল প্রতিনিধি আব্দুল হাকিম
শিমুলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, সারাদেশে
সাংবাদিক হত্যা,নির্যাতন ও হয়রানী মুলক মিথ্যা মামলার ধারাবাহিকতার
অংশ হিসাবে সংবাদ প্রকাশের জের ধরে রাজনৈকি দলের ভীড়ে সুবিধাভোগী
হিসাবে থাকা সরকারের ভাবমুর্তি ক্ষুণ্যকারী একটি বিশেষ মহলের মদদে
সরকারের ভাবমুর্তি ক্ষুণ্যকারী একটি বিশেষ মহলের মদদে দৈনিক যুগান্তরের
তাহিরপুর(সুনামগঞ্জ)’র স্টাফ রিপোর্টার ও দ্যা বাংলাদেশ টুডের সুনামগঞ্জ
জেলা প্রতিনিধি হাবিব সরোয়ার আজাদের ওপর তাহিরপুর থানায় সম্প্রতি
দায়েরকৃত হয়রানি মুলক মিথ্যা মামলা প্রত্যাহার ও ঘুষ দুর্নীতির- বরপুত্র
ওসি নন্দন কান্তি ধরকে দ্রুত অপসারণের জন্য পুলিশের দায়িত্বশীল উধ্বর্তন
কতৃপক্ষ এবং সরকারের প্রতি দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্ধ।এছাড়াও
হবিগঞ্জের সাংবাদিক শোয়েব চৌধুরী, হাফিজুর রহমান নিয়ন, জকিগঞ্জের
সাংবাদিক আব্দুল হাসিব, দিরাইর সাংবাদিক জিয়াউর রহমান লিটন,
বানিয়াচংয়ের সাংবাদিক রায়হান উদ্দিন সুমনসহ যেসকল সাংবাদিকের বিরুদ্ধে
ষড়যন্ত্রমূলক মামলা হয়েছে বা যাদেরকে হয়রানি করা হচ্ছে এসব মামলা প্রত্যাহারের
দাবি জানানো হয়। সমাবেশে বক্তারা এসব ঘটনার তীব্র নিন্দা জানান।