ঝালকাঠি সংবাদদাতাঃ-জঙ্গিবাদ, সন্ত্রাস, ধর্মান্ধতা, মুক্তিযুদ্ধের পরাজিত শত্রু
বিষয়ে গণসচেতনতা বাড়াতে ঝালকাঠিতে ব্যতিক্রমী নাটক ‘কিংবদন্তীর দেশে’
মঞ্চস্থ হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত দেশব্যাপী মূল্যবোধের
নাটক নির্মাণ কর্মসূচির আওতায় বুধবার রাতে স্থানীয় শিল্পকলা একাডেমি
মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হয়।
ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সফিউল আলম এর উদ্বোধন
করেন। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, জেলা আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সরকারি টেকনিক্যাল স্কুল
এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী আবদুল জব্বার, বরিশাল সাংস্কৃতিক সংগঠন
সমন্বয় পরিষদের সভাপতি এসএম ইকবাল, বরিশাল শব্দাবলী গ্রুপ থিয়েটারের
সভাপতি বিশিষ্ট অভিনেতা সৈয়দ দুলাল, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল
অফিসার হাসানুর রশীদ প্রমুখ বক্তৃতা করেন।
নাটকতিতে অতীত থেকে বর্তমান সময় পর্যন্তের কিছু ঘটনার খন্ডচিত্র তুলে ধরা
হয়। স্বার্থান্বেসী মানুষ কী করে আলোকিত মানুষদের দাবিয়ে রাখে, উন্নয়নে
বাধা সৃষ্টি করে, তারও কিছু চিত্ররূপ নাটকে উপস্থাপন করা হয়। নাটকে উঠে
আসে মুক্তিযুদ্ধের পরাজিত শত্রুদের হীন কর্মকান্ড, ধর্মান্ধতা, জঙ্গি উত্থান,
সন্ত্রাস, হত্যাযজ্ঞের ভয়াবহ চিত্র। এই সংকট নিরসনে মূল্যাবোধ বাড়ানোসহ
সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন অনিমেশ সাহা লিটু। বিভিন্ন শ্রেণী-
পেশার বিপুল সংখ্যক দর্শক নাটক উপভোগ করেন।