মাঝি-
জামাল উদ্দিন জীবন,,
পালতোলা নৈাকায় চলছে দূর অজানার পথে গহীন নদীর তীব্রস্রোত বাধা চলার পথে আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে কি? লাভ মৃত্যুকে সাথেনিয়ে চলছি জীবন নদীর বাকে।। আমি মাঝি নদীর বুকেই আমার ঘরবাড়ী ঝড়,জলচ্ছাস,স্রোতে শক্ত হাতে ধরেরাখি নৈাকাটাকে আবির রংগের মাঝিতুমি কোন গ্রামে ধাও মাঝি আমাকে তোমার সঙ্গের সাথী করে নাও।। আবির রঙ্গের নাও ভিরিয়ে আমায় তুলে নাও আমি যাব অজানাদেশে অজানাবেশে সাত সাগর পারিদেব তোমার সাথে কন্যা তুমি কিযে বল আমিতো ওপথে যাবনা।। মাঝির চলার সীমানা অজানা কি করে নিব যেখানে ভয় আর বিপদের ঘনঘটা সবসময় ওপথে কি?তোমাকে মানায়য় তুমিতো সুখের রাজ্যে সুখ বিলাসী দুখের রাজ্যে এসোনা।। স্বর্গসুখের ঠিকানা ছেড়ে দুখের রাজ্যে কেউ আসেনা সাদামেঘের ভেলার পরে ভাসবো আমি তোমায় নিয়ে সাথীকরে নিয়ো তোমার আবির রঙ্গের নায়ে মাঝি আমার কাছেপেলে রাখবো ধরে আমার হিয়ার মাঝে।। 01.10.2016 জীবন।