জাহিদ হাসা……সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
ন্যাশনা্যাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ সরিষাবাড়ী শাখার উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ন্যাশনা্যাল হার্ট ফাউন্ডেশন এন্ড বঙ্গ বন্ধু কলেজ ক্যাম্পাসে এ স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ন্যাশনা্যাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ সরিষাবাড়ী শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, সম্পাদক ডা. আমিনুর রহমান তালুকদার (জাহাঙ্গীর) সভাপতি অধ্যাপক ডা. ফজলুর রহমান প্রতি বছরের ন্যায় এবারও ঈদের দিন বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করেন। ক্যাম্পে বিভিন্ন চিকিৎসকের মধ্যে জামালপুর ৪ সরিষাবাড়ী আসনের সাবেক সংসদ সদস্য ডা. মুরাদ হাসান সহ প্রায় ৭০ জন চিকিৎসক ক্যাম্পে আগত রোগীদের ব্যাবস্থাপত্র প্রদান করেন।