আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে গৃহবুধকে ধর্ষন মামলার অভিযোগে ধর্ষক আমজাদ
হোসেন(৪৫) কে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ। এ ব্যাপারে ভিকটিম নিজেই গতকাল আত্রাই থানায়
ধর্ষনের অভিযোগে একটি মামলা দায়ের করেছে। ধর্ষক আমজাদের বাড়ী জয়সাড়া গ্রামের মৃত আবু বক্কর
সিদ্দিক এর পুত্র।
আত্রাই থানা মামলা সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে সাহেবগঞ্জ মোল্লা পাড়া গ্রামের
জনৈক্য ব্যক্তির স্ত্রী সীমা ৩৫ (ছদ্দনাম) নিজ বাড়ীতে কেহ না থাকার সুযোগ ঘরে প্রবেশ করে জোর পূর্বক
ধর্ষনে চেষ্টা করে। এসময় সীমার চিৎকার শুনে প্রতিবেশিরা ছুটে এসে ধর্ষকে আমজাদকে হাতে নাতে আটক
করে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পু্ধসিঢ়;লশ ধর্ষক আমজাদকে উদ্ধার করে।
বিষয়টি জানাজানি হলে গতকাল ১৫/০৯/১৬ গৃহবুধ সীমা বাদি হয়ে আত্রাই থানায় আমজাদ হোসেনকে
আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। বৃহস্পতিবার সকালে তাকে জেল
হাজতে প্রেরণ করা হয়।