মোঃ আশিকুর রহমান(টুটুল),নাটোর জেলা প্রতিনিধি,
নাটোরের বনপাড়া গোপালপুর রাস্তায় বিকেল থেকে যানবাহন যোগাযোগ বিচ্ছিন্ন ।
বুধবার(৭সেপ্টেম্বর ) বিকেলে নাটোরের লালপুরের ওয়ালিয়ার লেদুর আমবাগান থেকে রুবেলের
বাড়ির সামনে সড়কে একটি ইউরিয়া সার বাহী ট্রাক খাদে পড়ায় প্রায় এক
কিলোমিটার রাস্তা জুরে প্রায় ১০০-১৫০ টি বাস, ট্রাক, প্রাইভেট কার , সিএনজি
সহ বিভিন্ন প্রকার যানবাহনের লম্বা লাইন পড়েছে যার দরুন । বনপাড়া -গোপালপুররের
সঙ্গে সকল প্রকার যান চলাচল বিচ্ছিন্ন হয়ে যায় । বিপাকে পড়েছে রাস্তায় চলাচলকারী
যাত্রী সাধারন ও ব্যাবসায়ী ও কোরবানীর ঈদ কে সামনে রেখে ঢাকার গাবতলী গরু হাটে
গরু বিক্রয়ের উদ্দেশ্যে পাড়ি দেওয়া গরু ব্যাবসায়ীরা । দীর্ঘ সময় রাস্তায় যান চলাচল
বিচ্ছন্ন থাকায় পত্যান্ত এলাকার খামারী ও ব্যাবসায়ী গবাদী পশু ঢাকার গাবতলী গরু
হাটে বিক্রয়ের জন্য রওনা দিয়ে এখন পর্যন্ত রাস্তায় আটকে থাকায় দিশে হারা হয়ে পরেছে
ব্যাবসায়ীরা । এমনি এক ব্যাবসায়ী খাদেম আলী জানায় , গাড়ী বোঝাই গবাদী পশু
নিয়ে বিকেল ৫.০০ঘটিকা থেকে রাত দশটা পর্যন্ত এলাকার গন্ডি পেরতে পারিনায়, যানি
না কখোন গন্তব্য স্থলে পৌছাব । এদিকে বিপাকে পরেছে বিভিন্ন কম্পানিরও
ট্রান্সপোটর জরুরী গাড়ী ও কার্গ পরিবহন । যারা নির্দিষ্ট সময় গন্তব্য স্থলে পোছাতে
পাড়ছেনা বলে । এদিকে বিপাকে পড়েছে রাস্তায় চলাচলকারী যাত্রী সাধারন যারা নিজের
বাসায় যাওয়ার জন্য রাস্তায় লম্বা লাইন দিয়ে ঘন্টার পর ঘন্টা বসে আছে । উক্ত ঘটনা কে
কেন্দ্র করে সড়ক বা হাই রোডের কেউ ঘটনা স্থলে আসেনি বলে অভিযোগ রাস্তায়
চলাচলকারী যানচালক ও স্থানীয় দের । কোন উপায় না পেয়ে স্থানীয় ও যানবাহন চালকদের
নিজ উদ্বোগ্যে একটি লড়ি ভারা করে এনে পুতে পড়া গাড়ি টি তোলার চেষ্ঠা করেও
ব্যার্থ হয়েছে তারা ।