অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় দর্শকের নজর কেড়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট জুটি। এবার ‘রামায়ণ’-এ তাদের রসায়ন দেখার অপেক্ষায় রয়েছেন অনুসারীরা। পরিচালক নীতেশ তিওয়ারির এ ছবিতে রাম-সীতার ভূমিকায় দেখা যাবে বলিউডের আদুরে এই দম্পতিকে।
সিনেমাটির ঘোষণার পর মূল চরিত্রে কাদের দেখা যাবে তা নিয়ে দীর্ঘদিন নানা গুঞ্জন ভেসে বেড়িয়েছে। এক পর্যায়ে শোনা গিয়েছিল, দক্ষিণি নায়িকা সাই পল্লবীকে ‘দেবী সীতা’র ভূমিকায় দেখা যাবে।
তবে শেষমেশ রাম-সীতার ভূমিকায় বিটাউনের আদুরে দম্পতির নাম জানা গেল। চলতি বছরের ডিসেম্বরে ছবির শুটিং শুরু হবে। খবর সামনে আসতেই ভক্তদের মনে উত্তেজনার পারদ তুঙ্গে।
রণবীর কাপুরকে কয়েকদিন ধরে ডিএনইজি অফিসে দেখা যাচ্ছে। ছবিটির প্রি-ভিজুয়ালাইজেশনও করা হয়েছে। জানা গেছে, নির্মাতা রামের চরিত্রের জন্য রণবীরের লুক পরীক্ষা নেওয়া শুরু করেন। এ কারণেই বারবার স্টুডিওতে যান অভিনেতা। সঠিক লুক পাওয়ার পর রণবীর চরিত্র অনুযায়ী নিজের বডি ট্রান্সফর্মেশন করবেন।
এর আগে অস্কার জয়ী ছবি ‘আরআরআর’-এ সীতার ভূমিকায় দেখা গিয়েছিল আলিয়াকে। নিজের চরিত্রে আলিয়া ভক্তদের মনে গভীর ছাপ ফেলেছেন। এরপর অনেকেই তাকে সীতার ভূমিকায় দেখার দাবি জানান।