ঝালকাঠি সংবাদদাতাঃ- দেশের ক্রীড়া মান উন্নয়নের লক্ষে জাতীয় ক্রীড়া
পরিষদ ও বাংলাদেশ শ্যূটিং স্পোর্ট ফেডারেশনের তৃণমূল পর্যায় থেকে
প্রতিভাবান খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ কর্মসূচির আওতায়
ঝালকাঠিতে আয়োজিত দুই দিনব্যাপী শ্যূটিং খেলোয়াড় বাছাই
কার্যক্রম বৃহস্পতিবার শেষ হয়েছে। ঝালকাঠি রাইফেল ক্লাবের
ব্যবস্থাপনায় ডিসিকোর্ট কম্পাউন্ডে অনুষ্ঠিত এ কার্যক্রমে ১৫ জন
মেয়ে ও ১৭ জন ছেলেসহ ৩২ জন খেলোয়াড় অংশ নেয়। বাংলাদেশ শ্যূটিং
স্পোর্ট ফেডারেশনের নির্বাহী সদস্য সৈয়দ আসবাব আলী বাছাই
কার্যক্রম পরিচালনা করেন। এ সময় ঝালকাঠি রাইফেল ক্লাবের সাধারণ
সম্পাদক জাহাঙ্গীর হোসেন বাবুল, অবসরপ্রাপ্ত জেলা ক্রীড়া অফিসার
শামসুল আজিম এবং জেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ ও
সূর্যালোক নিউজ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু উপস্থিত ছিলেন।
ইয়েস কার্ডপ্রাপ্ত খেলোয়াড়রা চূড়ান্ত বাছাইশেষে দীর্ঘমেয়াদী
প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবে।