ঝালকাঠি সংবাদদদাতাঃ- ঝালকাঠি পৌরসভার নব-নির্বাচিত মেয়র লিয়াকত আলী তালুকদার ও কাউন্সিলরদের সংর্বধনা প্রদান করেছে জাগো ফাউন্ডেশন নামের স্বে”ছাসেবী একটি সংগঠন। মঙ্গলবার সকালে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলম।বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো, সুলতান হোসেন খান। জাগো ফাউন্ডেশন ঝালকাঠি জেলা শাখার সভাপতি ফারজানা ববি নারিদার সভাপতিত্বে অনুষ্ঠানে অনানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সদস্য শারমিন মৌসুমী কেকা, পৌর কাউন্সিলর তরুন কর্মকার, হাফিজ আল মাহাম্মুদ প্রমুখ। সংর্বধনা অনুষ্ঠান শেষে জাগো ফাউন্ডেশনের কর্যালয়ল উদ্বোধন করেন অতিথিরা।#