মিষ্টার আলী মিলন, বগুড়া জেলা প্রতিনিধিঃ টিএমএসএস তরুণ উদ্যোক্তাদের “ব্যবসায় ব্যবস্থাপনা ও উদ্যোগ উন্নয়ন” প্রশিক্ষণ এক দিনের বিশ জন উদ্যোক্তাদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন নওগাঁ-১ শাখা, শাখা প্রধান মোঃ মাহবুব আালম এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হানজালাল রহমান, জোন প্রধান, টিএমএসএস সহ আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমকর্তা মোঃ আব্দুর রউফ, ও রিপা বেগম উপস্থিত ছিলেন। এসময় মোঃ মাহবুব আালম, শাখা প্রধান বলেন প্রশিক্ষণে প্রশিক্ষণার্তীদের রেইজ প্রকল্পের তরুণ উদ্যোক্তা খাতভুক্ত ঋণ গ্রহীতা (ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তা) উপর প্রশিক্ষণ বলেন প্রশিক্ষণে একজন সফল উদ্যোক্তা হতে হলে আপনারা নিজেকে চ্যালেঞ্জ নিতে হবে। আপনাকে এমন সব উপায় খুজে বের করতে হবে যেন আপনি আপনার প্রতিদ্বন্দ্বী উদ্যোক্তাদের থেকে নিজেকে অনেকটা এগিয়ে রাখতে পারেন। সবার থেকে নিজেকে একটু আলাদাভাবে উপস্থাপন করতে পারেন। নতুন নতুন ও কঠিন কাজ করার জন্য নিজেকে সবসময় প্রস্তুত রাখতে হবে। ক্রমাগত নতুন নতুন উদ্যোগ গ্রহন করতে হবে। কাজে নতুনত্ব আনতে হবে। তবেই আপনি একজন সফল উদ্যোক্তা হতে পারবেন বলে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন। পশিক্ষণে আয়োজনে টিএমএসএস- RAISE Project এসহযোগিতায়- পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)