মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

রামগঞ্জে বিদ্যালয় পরিচালনা কমিটি স্থগিতের বিরুদ্ধে অভিযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭
  • ২২৭ বার পড়া হয়েছে

 

রামগঞ্জ প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর

মনসা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি স্থগিতের বিরুদ্ধে

অভিযোগ করছে অভিযোগ করছে অভিভাবকেরা।

জানাযায়,অভিভাবক সদস্য পদে ৫টি পদের জন্য ৫জনেই

প্রার্থী মনোনয়নপত্র জমাদেন। বিধিমতে বাড়তি কোন

প্রার্থী না থাকায় ওই ৫জন প্রার্থী বিনাভোটে

নির্বাচিত হয়।

রিটাণিং অফিসার উপজেলা নির্বাহী অফিসার আবু

ইউসুফের ওই বিদ্যালয় তফসিল ঘোষণামতে, ২৫শে মার্চ

মনোনয়নপত্র গ্রহন, ২৮শে মার্চে মনোনয়নপত্র জমা নেওয়া,

২৯শে মার্চ যাছাই-বাছাই ও ভোট গণনা হয়।

ভোট গণনা ২০দিন পরও ফলাফল ঘোষনা না করে রির্টাণিং

অফিসার তাহা স্থগিত করেন।

প্রার্থী হুমায়ুন কবির,আব্দুল

হান্নান,মালেক,রেজাউল,অণিমারানী নার্থ জানান

বিদ্যালয় প্রধান শিক্ষক হারুনুর রশিদ একটি মহলের কাছ

থেকে আর্থিক সুবিধা নিয়ে রির্টাণিং অফিসারকে

দিয়ে কমিটি স্থগিত করেন।

প্রধান শিক্ষক হারুনুর রশিদ জানান স্থগিতের বিষয়ে

সম্পূর্ণ রির্টাণিং অফিসার জানে।

মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান ভূঁইয়া জানান

বিদ্যালয়ের একাধিক অভিভাবকের অনুরোধে কমিটির ফলাফল

স্থগিত করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আবু ইউসুফ জানান

বিদ্যালয় একাধিক অভিভাবকের অনুরোধে ফের তফসিল

ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451