স্পোর্টস ডেস্ক : গল টেস্টের পঞ্চম দিনের সকাল দুঃস্বপ্ন হয়ে দেখা দিয়েছে বাংলাদেশ শিবিরে। বিনা উইকেটে ৬৭ রান তুলে চতুর্থ দিন শেষ করার পর স্কোরবোর্ডে আর মাত্র ৩৭ রান যোগ করতেই ৫ উইকেট হারিয়ে ফেলেছে টাইগাররা। সৌম্য সরকারের পর মুমিনুল হক, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদকে হারিয়ে ধুঁকছে সফরকারীরা।
এ মুহূর্তে ২৭ রানে অধিনায়ক মুশফিকুর রহিম ও ১৮ রান নিয়ে লিটন দাস ক্রিজে রয়েছেন। এখন শেষ ভরসা বলতে তারাই। লিটনকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলারও চেষ্টা করছেন অধিনায়ক। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৩৭ রান।
শেষ দিনের প্রথম সেশনেরই এখন বাকি আধঘণ্টা। সেই হিসাবে শেষ ৫ উইকেট নিয়ে দু’সেশনেরও বেশি ব্যাটিং করার দুর্বার দক্ষতা দেখাতে হবে বাংলাদেশকে।বাংলাদেশের বিপর্যয়ের শুরু হয় সকালের শুরুতেই। অসেলা গুনারত্নের করা দিনের প্রথম ওভারের দ্বিতীয় বলেই দিলরুয়ান পেরেরার হাতে ক্যাচ দিয়ে ফেরেন সৌম্য সরকার (৫৩)।
চতুর্থ দিন দুর্দান্তভাবে ফিফটি তুলে নিলেও এদিন কোনো রানই নিজের নামের পাশে যোগ করতে পারেননি তিনি। টি-২০ স্টাইলে খেলে মাত্র ৪৯ বলে ৬ চার ও ১ ছক্কায় এ ইনিংস খেলেন বাংলাদেশের মারকুটে ব্যাটসম্যান।সৌম্যর বিদায়ের পর মুমিনুল হককে সঙ্গে নিয়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন তামিম ইকবাল। তবে এ যাত্রায় তারা ব্যর্থ হন।
দলীয় ৮০ রানে ব্যক্তিগত ৫ রান করে দিলরুয়ান পেরেরার বলে এলবিডব্লুর শিকার হয়ে ফেরেন পয়েট অব ডায়নামো খ্যাত মুমিনুল হক।
এরপর দলীয় স্কোরবোর্ডে আর ৩ রান যোগ করতেই সেই পেরেরার বলে গুনারত্নের হাতে স্লিপে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ১৯ রান করে ফেরেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।তামিম আউট হবার পর মুশফিকুর রহিমের সঙ্গে জুটি বাঁধার চেষ্টা করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু এদিনও ব্যর্থ হন সাকিব।
ব্যক্তিগত ৮ রান করে রঙ্গনা হেরাথের বলে লেগ স্লিপে করুনারত্নের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। হেরাথের এক বল পরেই এলবিডব্লুর শিকার হয়ে ফেরেন মাহমুদুল্লাহ রিয়াদ।এরই সঙ্গে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে মুশফিকবাহিনী।