বিপিএলের প্রায় প্রতিটি ম্যাচেই দারুণ নৈপুণ্য দেখিয়ে নজর কাড়ছেন মাহমুদউল্লাহ। বলহাতে জাদু দেখিয়ে খুলনা টাইটানসকে দুটি ম্যাচ জিতিয়েছেন এই ডানহাতি অলরাউন্ডার। আজ ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে খুলনার অধিনায়ক জ্বলে উঠেছেন ব্যাট হাতে। খেলেছেন ৪৪ বলে ৬২ রানের লড়াকু ইনিংস। মাহমুদউল্লাহর এই অর্ধশতকে ভর করে খুলনার স্কোরবোর্ডে জমা হয়েছে ১৫৭ রান।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা অবশ্য ভালোভাবে করতে পারেনি মাহমুদউল্লাহর খুলনা। প্রথম চার ওভারের মধ্যে মাত্র ২৩ রান সংগ্রহ করতেই সাজঘরে ফিরেছিলেন দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার (২০) ও হাসানুজ্জামান (০)। তবে তৃতীয় উইকেটে ৪৪ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ান শুভাগত হোম ও মাহমুদউল্লাহ। নবম ওভারে শুভাগত ২৪ রান করে ফিরে গেলেও ঢাকার বোলারদের প্রায় শেষপর্যন্ত ভুগিয়েছেন মাহমুদউল্লাহ। পঞ্চম উইকেটে তাইবুর রহমানের সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ডে যোগ করেছিলেন ৫৭ রান। ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে মাহমুদউল্লাহর ব্যাট থেকে এসেছে ৬২ রানের অধিনায়কোচিত ইনিংস। মেরেছেন চারটি করে চার ও ছয়। ২১ রান করে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন তাইবুর।
ঢাকার পক্ষে ভালো বোলিং করে দুটি উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। চার ওভার বল করে দিয়েছেন ২৭ রান। একটি করে উইকেট গেছে মোহাম্মদ শহীদ ও সানজামুল ইসলামের ঝুলিতে।