বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম উপজেলার মনপিরিত গ্রামে টিভি দেখার প্রলোভনে
শিশু ধর্ষণের অভিযোগে লম্পট আল আমিন (১৭) কে শুক্রবার রাতে আটক
করেছে পুলিশ। আল আমিন ঐ গ্রামের রুস্তম আলীর ছেলে। গত শনিবার
দুপুরে পাঁচ বছর বয়সের এক শিশুকে ধর্ষণের পর থেকে উপজেলার
পাঁচবাড়িয়া গ্রামে আতœীয় বাড়িতে পালিয়ে থাকা অবস্থায় তাকে
আটক করা হয়। এছাড়া অপর ধর্ষণ মামলায় উপজেলার চামটা গ্রামের খোরশেদ
মোল্লার ছেলে কদম আলী (২৩) ও ওয়ারেন্টভূক্ত আসামী আটুয়া গ্রামের রওশন
আলমকে আটক করা হয়েছে।