মো. আখলাকুজ্জামান,গুরুদাসপুর প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে আশার সুবিধাভোগী ৪০জন সদস্যকে ফ্রি
স্বাস্থ্যসেবা ও চারা বিরতণ করা হয়েছে।
বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ মিলনায়তনে গত মঙ্গলবার বেলা
১১টার দিকে ওই কর্মসুচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন
আশার আঞ্চলিক ব্যবস্থাপক আশরাফুজ্জামান চৌধুরী। কর্মসুচির প্রধান
অতিথি অধ্যক্ষ আলী আশরাফ ও বিশেষ অতিথি আশার কেন্দ্রীয় লোন রিকোভারী
ব্যবস্থাপক শ্যামল কুমার ধর, নাটোর জেলা ব্যবস্থাপক (বনপাড়া) দ্বিজেন্দ্র
কুমার দাস, খুবজীপুর শাখা ব্যবস্থাপক সৈয়দ আলী, গুরুদাসপুর শাখা
ব্যবস্থাপক আসাদুজ্জামান ও রেহেনা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। শেষে
গুরুদাসপুর ১, ২ ও উপজেলার খুবজীপুর শাখার সুবিধাভোগী সদস্যদের
প্রাথমিক চিকিৎসা ও বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষ বিতরণ করা হয়।