সোহেল রানা সোহাগ,সিরাজগঞ্জ থেকেঃ সিরাজগঞ্জের তাড়াশের
প্রতিবন্ধী শিশু সিয়াম সুস্থ হয়ে লেখ্ধাসঢ়; পড়া করতে চায় । তার দরকার একটু
সহযোগিতা। জানা গেছে,উপজেলার বারুহাস ইউনিয়নের বৈদ্যনাথপুর
গ্রামের এক কৃষক পিতার সন্তান এই পা বাঁকা প্রতিবন্ধী সিয়াম (৯)।
তার বাবা আকতার হোসেনের কাছে তার প্রতিবন্ধীকতার চিকিৎসা করা
সম্ভব হচ্ছেনা । তাই সিয়ামের সাধ থাকলেও কৃষক পিতার কাছে সাধ্য
হচ্ছেনা লেখা পড়া করানোর। এই প্রতিবন্ধী সিয়ামের দরকার সামান্য কিছু
সহযোগিতা যা দিয়ে চিকিৎসা করলে হয়তো সিয়ামের বাঁকা পা দুটি
সোজা হতে পারে। এতে ফিরে পাবে সিয়াম তার সুন্দর জীবন। সিয়ামের মা
মোছা,রিনা খাতুন জানান, তার ছেলে সিয়ামের জন্মের পর থেকেই দু পা
বাঁকা। এলাকার আশে পাশের ডাক্তার দিয়ে অনেক চিকিৎসার পরও ভালো হয়নি
তার পা। তবে ডাক্তাররা বলেছেন,সিয়ামের পায়ের তালুর মাপে দুটো লোহার
জুতা তৈরি করে তাকে ব্যবহার করালে হয়তো বাঁকা পা দুটো সোজা হত।
দরকার অনেক টাকা। আছে কি কেহ সিয়ামের পাশে দাড়ানোর। হয়তো বা
আপনার একটু সহযোগিতায় প্রতিবন্ধী সিয়ামের মুখে হাসি ফিরতেও
পারে। সুস্থ হয়ে লেখা পড়া শিখে সিয়াম হতে পাওে বড় কোন সম্পদ । তাই
সিয়ামের পাশে দাড়িয়ে একটু সহযোগিতার হাত বারানোর আবেদন
করছেন তার কৃষক পিতা মাতা। সিয়ামের বাবা মো. আকতার হোসেনের
ফোন নম্বর.০১৭২৪-৩০১৩১৯ ।
এই সংবাদটি প্রতিবেদিকের দায়িত্তে দেয়া হইলো ,