সোমবার, ২২ এপ্রিল ২০২৪, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সন্মাননা  পেলেন দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান-প্রফেসর আহমেদ হোসেন।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬
  • ২৩৫ বার পড়া হয়েছে

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী জেলা প্রতিনিধিঃ-নীলফামারীর জলঢাকার কৃতিসন্তান দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেনকে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দী সন্মাননা দেয়া হয়েছে।  হোসেন শহীদ সোহরাওয়ার্দী গবেষনা পরিষদ ও শেরে বাংলা এ,কে ফজলুল হক গবেষনা পরিষদেরর আয়োজনে শুক্রবার বিকেলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ” সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ছাত্র,শিক্ষক ও অভিভাবকদের করণীয় ” শীর্ষক আলোচনা সভা ও গুনিজন সংবর্ধনায় বোর্ড চেয়ারম্যানকে এই সন্মাননা জানানো হয়। অনুুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক তথ্য সচিব ও বিআরটিসির চেয়ারম্যান ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী গবেষনা পরিষদের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ। এসময় প্রধান অতিথি হিসেবে ঢাকা বিস্ববিদ্যালয়ের উপ – উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান গুনিজনদের হাতে সন্মাননা ক্রেষ্ট তুলে দেন। এর আগে উদ্বোধক হিসেবে অনুুষ্ঠানের উদ্বোধন করন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরি। আলোচনা সভা ও গুনিজন সংবর্ধনায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপষ্হিত ছিলেন একুশে পদক প্রাপ্ত ভাষা সৈনিক ড. জসিম উদ্দিন আহমেদ, এমপি কবি কাজি রোজি, শিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব এ এস মাহমুদ, অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল ইসলাম প্রমুখ। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে সন্মাননা পাওয়ায় বোর্ড চেয়ারম্যান নিজেকে গর্বিত মনে করে বলেন, এই সন্মাননা গোটা নীলফামারী জেলাবাসির সন্মান।নীলফামারীর এই কৃতিসন্তানকে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সন্মাননা জানানোয় সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছে জলঢাকা উপজেলাবাসি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451