গুরুদাসপুর প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের বেড়গঙ্গারামপুর বটতলা এলাকার অতিদরিদ্র পরিবারের সন্তান মো.
রাশিদুল ইসলাম টাকার অভাবে বই কিনতে না পেরে ঝড়ে পড়ছে তার লেখাপড়া। সে ওই গ্রামের মৃত আবুল হোসেনের
ছেলে।
গুরুদাসপুর পৌরসদরের বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারী কলেজের বিবিএ অনার্স ৩য় বর্ষের ছাত্র রাশিদুল ইসলাম।
জমিজিরেত বা সহায়সম্পত্তি না থাকায় মা ও ছোট বোন নিয়ে অতি কষ্টে দিন কাটাচ্ছেন রাশিদুল ইসলামের
পরিবার।
রাশিদুল ইসলাম বলেন, আমার জন্য কিছু করেন, আমাকে সুযোগ্য মানুষ হওয়ার সুযোগ করে দিন। প্রাইভেট
পড়াতো দুরে থাক- টাকার অভাবে বই পর্যন্ত কিনতে পারিনি। এমন অবস্থায় আমার পড়াশুনা আদৌ সম্পূূর্ণ করতে
পারবো কি না তা নিয়ে খুব দুশ্চিন্তায় দিন কাটাচ্ছি। লেখাপড়া শিখে মানুষের মত মানুষ হওয়ার ইচ্ছা আমার। কিন্তু
আমাকে সহযোগিতা করার মতো কেউ নেই। যদি কোন হৃদয়বান ব্যক্তি আমার পাশে সাহায্যের হাত বাড়াতো, আমি
তাঁর প্রতি সারাজীবন কৃতজ্ঞ থাকবো। ফোন নং-০১৭৬২১২৯৮৯৮ এবং পোষ্ট-নাজিরপুর হাট।#