গাইবান্ধা থেকে শেখ হুমায়ুন হক্কানী ঃ সাদুল্যাপুর ডিগ্রী কলেজের
মেধাবী ছাত্র বিএ পরীক্ষার্থী আব্দুল কাইয়ুমের হার্টে দু’টি ভাল্ব নষ্ট হয়ে
দীর্ঘদিন ধরে টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না। সে সাদুল্যাপুর
উপজেলার হত দরিদ্র কৃষি শ্রমিক আনছার আলীর ছেলে। সে বর্তমানে ঢাকা
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন কার্ডিওলজি হাসাপাতালে ভর্তি হয়ে
চিকিৎসাধীন রয়েছে। তাঁর চিকিৎসার জন্য প্রায় ৪ লক্ষ টাকা প্রয়োজন।
তাঁর পিতা কৃষি শ্রমিক আনছার আলীর পক্ষে এতো টাকা সংগ্রহ করা
দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আনসার আলী কৃষি শ্রমিক হিসেবে
কর্মসংস্থান কর্মসচী (ইজিপিপি) তে মাটিকাটার কাজ করে। তাই তিনি
সমাজের বিত্তবান মানুষদের কাছে সাহায্য চেয়েছেন। সাহায্য পাঠাবার
ঠিকানা- মোঃ আনছার আলী, গ্রামঃ ভাতগ্রাম, উপজেলাঃ সাদুলাপুর,
জেলাঃ গাইবান্ধা, সঞ্চয়ী