ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও পৌরসভার ৯নং ওয়ার্ড গোবিন্দনগর উড়াওপাড়া গ্রামে গত মঙ্গলবার সন্ধায় ১১ শতক জমিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় এতে আহত হয় ২ জন। আহতরা হল গোপাল (৩৫), নেপাল (৩০)। আহতরা আর্তমানে ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধিন অব¯’ায় আছে।
গোপাল জানায়, মঙ্গলবার সন্ধায় আমার পার্শ্ববতি বাড়ির কাশেম আলী (৫৫), বাদশা (৩৫), সমরাট (৩৩) আমাদের জমিতে অন্যায়ভাবে ঘর তুলতে আসলে আমি বাধা করেত গেলে তারা আমাদের উপর উত্তেজিত হয়ে ইঁট পাটকেল ও লাঠি-শোটাদিয়ে এলোপাথারীভাবে মারধোর করে। এতে আমরা গুরুতর আহত হই।
এই বিষয়ে তারা থানায় কোন অভিযোগ করেননি।