সোহেল রানা,(হিলি)দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের হাকিমপুর উপজেলায়
সীমান্তবর্তী বাজার বাংলাহিলি বাজার।আজ শনিবার(২৭ আগষ্ট) সকালে বাংলাহিলি
বাজারে বিভিন্ন গোড়াউনে উপজেলা চোরাচালান বিরোধী টাক্সফোর্স এক অভিযান
চালিয়ে প্রায় ৬১ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করে।উপজেলা টাক্সফোর্সের
সভাপতি ও হাকিমপুর উপজেলা ইউএনও মোছা:শুকরিয়া পারভিন প্রতিনিধি হিসাবে
নবাগত সহ:কমিশনার(ভুমি)মো:সানাউল এতে নেত্বত দেন।এসময় জয়পুরহাট বিজিবি-৩
এর সহ:অধিনায়ক মেজর মো:আশরাফ এবং হাকিমপুর থানার এসআই নুরুল উপস্থিত
ছিলেন।এর আগে শুক্রবার রাত থেকে ৩ বিজিবি একটি দল বাংলাহিলি বাজারের
গোডাউনগুলো ঘিরে রাখেন।আটকৃত মালামাল গুলো ৫হাজার ২৭৫কেজি বিট লবন,২হাজার
২৩০কেজি চিনি,৩৫০কেজি জিরা।এর মূল্য নির্ধারন করা হয় প্রায় ৬১ লক্ষ টাকা।