মোঃ আশিকুর রহমান(টুটুল),নাটোর জেলা প্রতিনিধি,
শনিবার নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প
করপোরেশনের (বিএসএফআইসি) সদর দপ্তর এবং অধিনস্ত চিনিকল ও প্রতিষ্ঠান সমুহের
অর্থ ও হিসাব বিভাগের কর্মকর্তাদের ৫ দিন ব্যাপী বিশেষ প্রশিক্ষণ শুরু হয়েছে।
নর্থ বেঙ্গল সুগার মিলের ট্রেনিং করূপ্লক্সেএ মিলের ব্যবস্থাপনা পরিচালক এস এম আব্দুল
আজিজের সভাপতিত্বে প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
করপোরেশনের চেয়ারম্যান একে এম দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন করপোরেশনের
সচিব প্রকৌশলী মাহবুবর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন করপোরেশনের সিওপি আবুল
রফিক, করপোরেশনের মহাব্যবস্থাপক (ব্যস্থাপনা উন্নয়ন ও প্রশিক্ষণ) আকতারুজ্জামান,
মহাব্যবস্থাপক (হিসাব) চৌধুরী রুহুল আমিন কায়সার প্রমুখ।