ইমরান হোসাইন, পাথরঘাটা, বরগুনা প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটায় ১০ পিছ ইয়াবা ১০গ্রাম গাজা সহ দুই জনকে আটক করছে পুলিশ। ভোর রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকৃতরা হচ্চে কালমেঘা ইউনিয়নের কালমেঘা গ্রামের আবদুল জব্বারের ছেলে রফিকুল ইসলাম। ও মুনসির হাট এলাকার জাকির হোসেনের ছেলে জসিম। পাথরঘাটার থানার অসি এস.এম জিয়উল হক জানিয়ছেন, ভোর রাতে পাথরঘাটা থানা সংলগ্ন বি আর টিসি কাউন্টার এলাকা থেকে ১০ পিচ ইয়াবা সহ রফিকুল ইসলাম কে আটক করা হয়ছে। এর আগে মুনসির হাট এলাকা থেকে ১০ গ্রাম গাজা সহ জসিমকে আটক করা হয়। তাদের বিরোদ্ধে মাদক নিন্ত্রন আইনে মামলা হয়ছে।