পাথরঘাটা
,বরগুনা প্রতিনিধি,
বরগুনার পাথরঘাটায় শোক দিবসের অঙ্গী কার রুখতে হবে জঙ্গিবাদ শোলগান নিয়ে ১৫ আগাস্ট ৪১ তম জাতিয় শোক দিবস উপলক্ষে কালমেঘা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্দেগে আমড়াতলা ইউপি কমপ্লেক্স ভবনে মিলাদ মাহফিল ও কাঙ্গালী ভোজ এর আয়জন করা হয়ছে। মস্তফা জামান জহিরের সভাপতিত্তে অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন, বরগুনা ০২ আসনের সংসদ সদস্য জনাব আলহাজ্ব শওকত হাচানুর রহমান রিমন। বিশেষ অতিথী ছিলেন পাথরঘাটা পৌর মেয়র জনাব মো,: আনোয়ার হোসেন আকন। অনুষ্ঠানে আলচনা করেন কালমেঘা ইউপি চেয়ারম্যান জনাব আকন মো: সহিদ প্রমুখ।