সেলিম হায়দার,তালা
সাতক্ষীরা তালায় জলাবদ্ধতার কবলে ৬০টি বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠান পানি বন্দি হয়ে পড়েছে । এতে শিক্ষা কার্যক্রম
ব্যাপক ভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ও শ্রেণী
কক্ষে পানিতে তলিয়ে যাওয়ায় পাঠদানে উপযোগী পরিবেশ
নেই ঐসব শিক্ষা প্রতিষ্ঠানে। পানি বন্দি হওয়ায়
কোমলমতি শিক্ষার্থীদের স্কুলে পাঠাতে নিরৎসাহিত
করছেন অভিভাবকরা।এজন্য স্কুলে শিক্ষার্থী উপস্থিত কম।
তালা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ অহিদুল
ইসলাম জানা যায়,পাটকেলঘাটা সরকারী প্রাথমিক
বিদ্যালয়,বারুইহাটি সরকারী প্রাথমিক
বিদ্যালয়,গঙ্গরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,পূর্ব
জেয়ালা সরকারী প্রাথমিক বিদ্যালয়,ঘোষ নগর সরকারী
প্রাথমিক বিদ্যালয়,শালিখা সরকারী প্রাথমিক
বিদ্যালয়,দেওয়ানীপাড়া সরকারী প্রাথমিক
বিদ্যালয়,উত্তরঘোনাসহ ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠান পানি বন্দি
হয়ে পড়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান
জানান,তালা পাবলিক হাইস্কুল,শহীদ কামেল মডেল উচ্চ
বিদ্যালয়,নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়,সোনার বাংলা
মাধ্যমিক বিদ্যালয়,দেওয়ানীপাড়া দাখিল মাদ্রাসা,তালা
মহিলা দাখিল মাদ্রাসা,তালা ফাজিল মাদ্রাসা,খলিলনগর
ইউনিয়ন মাদ্যমিক বালিকা বিদ্যালয়, বঙ্গবন্ধু পেশা
ভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়সহ ২০টি এছাড়া তালা মহিলা
ডিগ্রী কলেজ,শালিখা কলেজ,তালার গোনালীস্থ
টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, আইডিয়াল মহিলা
কলেজসহ প্রায়৬০টি শিক্ষা প্রতিষ্ঠান পানি বন্দি হয়ে
পড়েছে।
শ্রেণী কক্ষে এবং মাঠে পানি পাঠদানে অনুপযোগী
হয়ে পড়েছে শিক্ষার্থীরা।
ইতো মধ্যে পানি বন্দি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তালিকা তৈরি
করে জেলা প্রশাসক ও শিক্ষা অধিদপ্তর মন্ত্রানালয়ে পাঠানো
হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।