সালেকিন মিয়া সাগর: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা কোমরপুরে এক গৃহবধু গলাই দড়ি দিয়ে আত্ত্যহত্যা করেছে।স্থানীয়রা গৃহবধূর ঝুলন্ত লাশ করেছে।
জানা গেছে, গতকাল শনিবার বিকাল আনুমানিক ৪ টার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর গ্রামের করিমন চালক আমিরুলের দ্বিতীয় স্ত্রী রহিমা ওরফে বগী খাতুন (৪০) পারিবারিক কলহের জের ধরে নিজ ঘরের আড়ার সাথে গলাই দড়ি দিয়ে আত্বহত্যা করে।পরে স্থানীয়রা বগীর গলায় দড়ি দেওয়া দেহ জীবন্ত অবস্থায় নামালেও শেষ পর্যন্ত আর প্রানে বাঁচেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমিরুল বছর খানেক আগে রহিমা ওরফে বগী খাতুনকে বিয়ে করে। বগীর আগের সংসারে দুটি সন্তান রয়েছে বলে জানা পরিবারের লোকজন।তবে অনেকে বলেন বগীর মাথায় একটু সমস্যা আছে (মেন্টাল)। তাই সে গলাই দড়ি দিতে পারে। এ রির্পোট লেখা পর্যন্ত তার ২ সন্তান হাজির হয়নি।তবে স্থানীয় ভাবে আপোষ মিমাংসার মাধ্যমে পক্রিয়া চলছিল।শেষ খবর পাওয়া পর্যন্ত অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।