ঝালকাঠি সংবাদদাতাঃ-নলছিটিতে যথাযথ মর্যাদায় স্বাধীনতার মহান ¯’াপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার সকাল থেকে র্যালী, চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা এবং আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি পালন করে সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও উপজেলা আ’লীগ। সকালে নলছিটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি শোক র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাই স্কুল মাঠ প্রঙ্গনে শেষ হয়। পরে নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পঅর্পণ করেন। এর পরেই হাই স্কুল হল রুমে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা হয়। এতে উপজেলা আ’লীগের সভাপতি ও পৌরমেয়র তছলিম উদ্দিন চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. ইউনুস লস্কর, বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ কামরুল হুদা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাছরিন, নলছিটি থানার (ওসি) একেএম সুলতান মাহমুদ, উপজেলা আ’লীগের সি. সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা খন্দকার মজিবুর রহমান প্রমুখ। এতে উপজেলা আ’লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন। এসময় নলছিটি উপজেলা যুব উন্নয়ন দপ্তরের মাধ্যমে প্রশিক্ষিত যুবদের বাস্তব প্রকল্পের বিপরীতে ১৪ জন যুবকের মাঝে প্রতিষ্ঠিত যুব ঋণের চেক প্রদান করা হয়। এছাড়াও শোক দিবস উপলক্ষে নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়ন পরিষদ মাঠে ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বা”চু’র সভাপতিত্বে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি পালিত হয়। দপদপিয়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধার সভাপতিত্বে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এছাড়াও নলছিটি ডিগ্রী কলেজ, নাঙ্গুলী নিজামিয়া দাখিল মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে শোক দিবস পালিত হয়েছে।