ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ উপজেলায় উদ্ভারকৃত
বস্তাবন্দি কলেজ ছাত্রীর হত্যাকারী মূল হোতা মুল আসামী তার স্বামী
মাসুম রহমানকে ময়মনসিংহ শহর থেকে গ্রেফতার করেছে ফুলবাড়িয়া থানা
পুলিশ।
গ্রেফতারকৃতকে ব্যপক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকারুক্তি মুলক
চাঞ্চল্যকর হত্যার জবানবন্দি দিয়েছে। গতকাল শনিবার ফুলবাড়িয়া থানা
পুলিশ গ্রেফতারকৃত ঘাতক স্বামী মাসুম রহমানকে ময়মনসিংহ আদালতে
প্রেরন করেছেন।
ওসি তদন্ত আবুল খায়ের বলেন, ৭ বছর যাবত দাপুনিয়া ইউনিয়নের চর
ঘাঘড়া গ্রামের মাসুম রহমানের সাথে একই গ্রামের রফিকুল ইসলামের
কলেজে পড়–য়া কন্যা রাবেয়া খাতুন ওরফে রাবেয়া স্ত্রী (২২) এর সাথে প্রেম
নিবেদন চলে আসছিল। গত ২ মাস আগে রাবেয়াকে নিয়ে পালিয়ে এসে
বিয়ে করে মাসুম। বিয়ের পর থেকে স্বামী মাসুমের সাথে রাবেয়ার
বনিবনাত না হওয়ায় ৯ সেপ্টেম্বর শনিবার রাতে ময়মনসিংহ শহরের এক
বাসায় মাসুম তার সহযোগীদের নিয়ে বালিশ চাপা দিয়ে হত্যা করে। হত্যার
পর লাশ ইটসহ বস্তাবন্দি করে সহযোগীদের নিয়ে মোটর সাইকেল যোগে
ফুলবাড়িয়া উপজেলার দেওখোলায় সড়কের পাশে একটি পুকুরে ফেলে পালিয়ে
যায়। পর দিন ১০ সেপ্টেম্বর রোববার ফুলবাড়িয়া থানা পুলিশ পুকুরে ভাষমান
অবস্থায় ব¯ন্বন্দি কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায়
ফুলবাড়িয়া থানায় মামলা হয়েছে।