সোহেল রানা সোহাগ, সিরাজগঞ্জ থেকেঃ
পান্তা ইলিশ- শোভা যাত্রা ও নেচে গেয়ে সিরাজগঞ্জের তাড়াশে বাঙালীর
প্রাণের উৎসব পহেলা বৈশাখ পালিত হয়েছে। সকাল নয়টায় উপজেলা
প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বর থেকে শোভা যাত্রা বের হয়ে শহরের প্রধান
প্রধান সড়ক প্রদক্ষিন করে।
শোভা যাত্রার উদ্বোধন করেন স্থানী সংসদ সদস্য গাজী ম. ম. আমজাদ
হোসেন মিলন। শোভা যাত্রায় অংশগ্রহন করেন,তাড়াশ উপজেলা চেয়ারম্যান ও
আ্#৩৯;লীগ সভাপতি মো.আব্দুল হক, উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান
খান, উপজেলা আ্#৩৯;লীগ সাধারন সম্পাদক সঞ্জিত কর্মকার,ভাইস চেয়ারম্যান
ফরহাদ আলী বিদ্ধুসঢ়;্যৎ সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও স্কুল-কলেজের
ছাত্র-ছাত্রীরা নানা রং-ঢংয়ের পোশাক পড়ে অংশ গ্রহন করে। এছাড়াও কাউরাইল
ইসহাক তফের আলী কলেজের আয়োজনে বিশাল এক শোভা যাত্রা বের হয়।
শোভা যাত্রায় প্রধান অতিথী ছিলেন তাড়াশ উপজেলা চেয়ারম্যান ও কলেজটির
প্রতিষ্ঠাতা মো.আব্দুল হক।