সিংড়া (নাটোর) প্রতিনিধি:
চলনবিলের সিংড়ায় মাছ কাটার বটিতে পড়ে মুসা (৩) নামের এক শিশুর
মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ডাহিয়া ইউনিয়নের গাড়াবাড়ী
গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশু স্থানীয় মাছ ব্যবসায়ী রফিকুল
ইসলামের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টায় মাছ ব্যবসায়ী
রফিকুল ইসলামের মা অইচন বেগম বটিতে মাছ কাটার কাজ করছিল। এসময়
পাশেই খেলা করছিল শিশু মুসা। হঠাৎ শিশুটি খেলা ছেড়ে ওই ধারালো বটির
উপর লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়। পরে রক্তাক্ত অবস্থায় শিশুটিতে সিংড়া
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ নাসরিন
সুলতানা মৃত ঘোষণা করেন। এদিকে নিহত শিশুর মৃতদেহ বাড়িতে নেয়া হলে
এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সিংড়া থানার ওসি (তদন্ত) নুর-ই- আলম জানান, শিশু মুসার মৃত্যু
ঘটনাটি মর্মান্তিক।