সিংড়া (নাটোর) প্রতিনিধি:
“জানুক সবাই, দেখাও তুমি” প্রতিপাদ্য বিষয় নিয়ে নাটোরের সিংড়ায়
জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
হয়েছে। শুক্রবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সিংড়া
সরকারি গার্লস স্কুলে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায়
৭শতাধিক শিক্ষার্থী এতে অংশ গ্রহণ করে। সহকারী কমিশনার (ভূমি) ও
ভারপ্রাপ্ত ইউএনও মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন,
সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস। এসময় উপস্থিত ছিলেন
উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মমিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি
খালিদ হাসান, আইসিটির সহকারী প্রোগ্রামার শফিকুল ইসলাম প্রমূখ।
পরে কুইজে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা
হয়।