আব্দুর রহিম পলাশ ঃ যথাযোগ্য মর্যদায় শনিবার চাঁপাইনবাবগঞ্জে প্রথম ব্যাপক কর্মসূচি
পালনের মধ্য দিয়ে গণহত্যা দিবস পালিত হয়েছে । এই উপলক্ষে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় স্থানীয়
হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয় সংলগ্ন জাতির জনক বঙ্গবন্ধু মঞ্চে মোমবাতি প্রজ্জ্বলন করেন
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওদুদ এমপি। এসময় জেলা আওয়ামী লীগের
সহ-সভাপতি সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রুহুল আমিনসহ আওয়ামী
লীগ,ছাত্রলীগ,যুবলীগ, মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অন্যদিকে
জেলাপ্রশাসন হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা,গণহত্যা ও মুক্তিযুদ্ধ
বিষয়ক গীতিনাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এতে জেলা প্রশাসক মোঃ
মাহমুদুল হাসান, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলামসহ জেলা ও পুলিশ প্রশাসনের
অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।