আতিকুল ইসলাম দিপু, কলাপাড়া প্রতিনিধি : কলাপাড়া পৌরসভার নির্মানাধীন নতুন বাসস্ট্যান্ডের পেছনে টিয়াখালী-চাকামইয়ার মাঝখান দিয়ে বয়ে যাওয়া দোন নদীর তীর দখল করে একটি প্রভাবশালী মহল স্থাপনা তোলার কাজ শুরু করেছে।প্রায় এক মাস এভাবে স্থাপনা তোলা হচ্ছে। অথচ স্থানীয় প্রশাসন এসব স্থাপনা নির্মাণে বাধা দিচ্ছে না। করছেন অপসারণ। ফলে একদিকে নদীদখল হয়ে যাচ্ছে। যাচ্ছে বেহাত হয়ে সরকারি জমিও। নদীও যাচ্ছে ভরাট হয়ে। স্থানীয়রা এ ব্যাপারে কেউ মুখ খুলছেন না।তবে সরকারি দলের এক প্রভাবশালী জনপ্রতিনিধির ছত্রছায়ায় এসব স্থাপনা তোলা হচ্ছে বলে নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানিয়েছেন। সচেতন মানুষের দাবি এখনই পুরো স্থাপনা তোলার আগেই এসব অপসারন করা হোক। সহকারী কমিশনার (ভূমি) বিপুল চন্দ্র দাস জানান, সরেজমিনে দেখে এসব স্থাপনা উচ্ছেদ করা হবে। উপজেলা নদী রক্ষা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম সাদিকুর রহমান জানান, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।