অওরীন মাহামুদ (পারভেজ) কলাপাড়া প্রতিনিধিঃ
কলাপাড়ায় সুবর্ণ নাগরিকদের (প্রতিবন্ধী) ক্রীড়া, সাংস্কৃতিক, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।বেসরকারী উন্নয়ন সংস্থা সংগ্রামের আয়োজনে এপেক্স বডি রবিবার (১৯ মার্চ) সকাল দশটায় মোজাহারউদ্দিন বিশ্বাস কলেজ মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করে। একীভূত এই ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় সকল বয়সের প্রায় ১২০ জন সুবর্ণ নাগরিক (প্রতিবন্ধী) অংশ গ্রহন করেন। সবশেষে প্রতিবন্ধীদের অংশগ্রহনে একটি নাটিকা মঞ্চস্থ হয়।এতে প্রধান অতিধি হিসাবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলানির্বাহি অফিসার এবিএম সাদিকুর রহমান, সংগ্রামের নির্বাহী পরিচালকচৌধুরী মাসুম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল প্রমুখ।