রামগঞ্জ প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পৌরশহরস্থ রামগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে
বৃহস্প্রতিবার বিকেলে বাষিক ক্রীড়া পুরুস্কার বিতরন করা হয়েছে।
বিদ্যালয় প্রধান শিক্ষক বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান
অতিথি ছিলেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের সভাপতি লায়ন
এমএ আউয়াল এমপি। বিশেষ অতিথি ছিলেন আরপি গ্রুপের
পরিচালক ফরিদ আহম্মদ ভূঁইয়া, উপজেলার চেয়ারম্যান আকম রুহুল
আমিন, ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাচ্চু, মেয়র আবুল
খায়ের পাটোয়ারী, বিদ্যালয় সভাপতি বেলাল আহম্মদ, বৃহত্তর
নোয়াখালী সম্পাদক ফেডারেশনের সভাপতিও বিশিষ্ট সাংবাদিক
ফরিদ আহম্মদ বাঙ্গালী, এমপির প্রতিনিধি কাজী মিজানুর
রহমান,অভিভাবক সদস্য নেয়ামুল মাওলা মিরন, আব্দুল হান্নান লাভলু,
লিয়াকত পাটোয়ারী,মোরশেদ পাটোয়ারী প্রমূখ।