পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদকে ৬ উইকেটে হারিয়েছে করাচি কিংস। প্রথমে ব্যাট করতে নেমে মোহাম্মদ আমির সোহেল খান ও উসমান খানের বোলিং নৈপুণ্যে ৭ উইকেটে ১২৩ রানেই আটকে যায় ইসলামাবাদের ইনিংস।দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করেন ডোয়াই স্মিথ। এছাড়া ব্রাড হ্যাডিন ২০, বেন ডাকেট ১৬ ও মিসবাউল হক করেন ১২ রান।২টি করে উইকেট নেন; আমির, সোহেল ও উসমান। জয়ের জন্য ১২৪ রানের টার্গেটে খেলতে নেমে ৪ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় করাচি কিংস।ক্রিস গেইল ১৭ বলে করেন ৪৪ রান। বাবর আজম ২৭ আর পোলার্ড ২০ ও ১১ রানে অপরাজিত থাকেন রবি বোপারা। ম্যাচসেরা হন গেইল।