অনলাইন ডেস্কঃ
ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি সর্বকালের অন্যতম সেরা তিন ব্যাটসম্যানের সংমিশ্রণ। মন্তব্য করলেন অস্ট্রেলিয়ার ক্রিকেট গ্রেট শেন ওয়ার্ন।ভারতের প্রথম ক্রীড়া সাহিত্য উৎসব ‘স্পোর্টস টেলে’র আলোচনায় তিনি এ মন্তব্য করেন।ওয়ার্ন বলেন, বিরাট টেস্ট, ওয়ানডে ও টি-২০ তিন ফরম্যাটেই একের পর এক রেকর্ড গড়ে চলছেন। তার খেলা ভিভ রিচার্ডস, শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারার সঙ্গে মিলে।তাদেরই সংমিশ্রণ ভারতের মাস্টার ব্যাটসম্যান।বিশ্বসেরা সাবেক লেগ স্পিনার বলেন, বিরাট কোহলি বিশ্বের নাম্বার ওয়ান ব্যাটসম্যান। সে খুব দ্রুত অনেক সেঞ্চুরি করে ফেলেছে। আমি তার পাঁড় ভক্ত। তার খেলা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি। বিরাটের অধিনায়কত্ব প্রসঙ্গে ঘূর্ণি জাদুকর বলেন, ক্রিকেট মাঠে তার আক্রমণাত্মক ভূমিকা প্রশংসার দাবি রাখে।অধিনায়ক হিসেবে চমৎকার সে। সত্যিই বিরাট আলাদা।সম্প্রতি বিরাট কোহলি ভারতীয় অধিনায়ক হিসেবে টানা ৬ টেস্ট জেতার রেকর্ড গড়েছেন। তার নেতৃত্বে সবশেষ টেস্টে (প্রতিপক্ষ বাংলাদেশ) ২০৮ রানে জিতেছে ভারত। পাশাপাশি বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে টানা ৪টি ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব গড়েছেন।বিরাট কোহলির তিন ফরম্যাটেই ব্যাটিং গড় ৫০ এর ওপরে। ৫৪ টেস্টে ৯২ ইনিংসে ৫২.৭৫ গড়ে করেছেন ৪ হাজার ৪৫১ রান। রয়েছে ১৬টি সেঞ্চুরি, ১৪টি হাফ সেঞ্চুরি ও ৪টি ডাবল সেঞ্চুরি। টেস্টে তার সর্বোচ্চ রানের ইনিংস ২৩৫। আর ১৭৯ ওয়ানডেতে ১৭১ ইনিংস খেলে ৫৩.১১ গড়ে করেছেন ৭ হাজার ৭৫৫ রান। করেছেন ২৭টি সেঞ্চুরি ও ৩৯টি হাফ সেঞ্চুরি। এ ফরম্যাটে ভারতীয় অধিনায়কের সর্বোচ্চ রানের ইনিংস ১৮৩। পাশাপাশি ৪৮টি টি-২০ খেলে ৫৩.৪০ গড়ে করেছেন ১ হাজার ৭০৯ রান। রয়েছে ১৬টি হাফ সেঞ্চুরি।এতে তার সর্বোচ্চ রানের ইনিংস ৯০।