বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
“উদ্যমে উত্তরণে শত কোটি” শ্লোগানকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায়
ভূমিহীন ও নিজেরা করি সংগঠনের উদ্যোগে নারী শোষনের বিরুদ্ধে সংহতি শীর্ষক
সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে এ উপলক্ষে এক বর্নাঢ্য র্যালি উপজেলার
বিভিন্ন গুরুত্ব সড়ক প্রদক্ষিণ করে। পরে পুরাতন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মাঠে এক
সেমিনারে
ভূমিহীন সমিতির সভাপতি মিরা বেগমের সভাপতিত্বে ধারণা পত্র পাঠ করেন নিজেরা করি
রাজশাহী বিভাগিয় সমন্বয়ক জাহিদুল ইসলাম জাহিদ। প্রধান অতিথির বক্তব্য দেন
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেকেন্দার রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা
পরিষদের নবনির্বাচিত নারী সদস্য ফরিদা পারভিন, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা রেজাউন্নবী রেনু, ভূমিহীন সমিতির নেতা
জালাল উদ্দিন ও নেত্রী সূকুমারী দাস প্রমুখ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ‘হিস্যা
চাই’ নাটক মঞ্চস্থ হয়।