ফিল্মে নগ্নতা নিয়ে প্রায় কথা ওঠে। কখনো আঙ্গুল ওঠে নায়িকার দিকে, কখনো পরিচালকের দিকে। এটি প্রায় সব দেশেই দেখা যায়। সেন্সর বোর্ডের চোখ ফাঁকি দিয়ে যখন নগ্নতার দৃশ্য নিয়ে ছবি মুক্তি পায়, তখনই ঝড় ওঠে সমালোচনার।
এবার ফিল্মে নগ্নতা নিয়ে মুখ খুললেন নায়িকা রাধিকা। কয়েক মাস আগে ‘পার্চড’ ছবিতে যার নগ্নতা নিয়ে তোলপাড় হয়েছিল।
সম্প্রতি সাক্ষাতকারে রাধিকা বললেন, ফিল্মে নগ্নতা অবশ্যই মেনে নেওয়া যায়। তবে চিত্রনাট্য যদি এ নগ্নতা দাবি করে। উদ্দেশ্যটা হতে হবে সঠিক। কেবল বিনোদনের জন্য নগ্নতা মেনে নেয়া যায় না।
তা অভিনীত ‘পার্চড’ছবির সমালোচনা তাকে সামলাতে হয়েছে।
রাধিকা বলেন, ভারতীয় দর্শক যথেষ্ট পরিণত বলেই মনে করি। কিন্তু কোন পরিপ্রেক্ষিতে নগ্নতাকে ব্যবহার করা হচ্ছে সেটা খেয়াল রাখা উচিত।