সোহাগ হাফিজ, বরগুনা প্রতিনিধিঃ আমতলী সদর রোডের সদর
ইউনিয়ন পরিষদের কার্যালয়ের সামনে বুধবার রাত সাড়ে ৮টার
দিকে ভয়াবগহ এক অগ্নিকান্ডে ৬ টি দোকান পুরে ছাই হয়ে
যায়। ফায়ার সার্ভিস ও স্তানীয় মানুষ ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে
আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডে প্রায় ২০ লাখ টাকার মালামাল
পুরে গেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোহিনুর
বেডির্ং স্টোর এর তুলা ছাটাই মেশিন ঘড় থেকে বৈদ্যুতিক
শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যে তা
পাশের কয়েকটি দোকান ঘড়ে ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডে খবর
পেয়ে ফারার সার্ভিস ও স্থানীয় মানুষ ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন
নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে এক একে স্টুডিও ডট কম, বুলেট মাইক
সার্ভিস, মায়ের দোয়া স্টোর ক্রীড়া সামগ্রী, সোহরাব
হোসেনের চায়ের দোকান, আবুল মিয়ার ভাতের দোকান ও
আরপাঙ্গাশিয়া ইউপির অস্থায়ী কর্যালয় পুরে ছাই হয়ে যায়।
অগ্নিকান্ডে ৬টি দোকান পুরে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি
হয়েছে। ক্ষতি গ্রস্ত কোহিনুর বেডিং এর মালিক জহিরুল্লঅহ
বশির জানান। আমতলী উপজেলা ফায়ার সার্ভিসের গুদাম রক্ষক
পরিদর্শক মো: হারুন অর রশিদ জানান, অগ্নিকান্ডে তাৎক্ষনিক ১০
লাখ টাকার ক্ষতি নিরুপন করা হয়েছে। অগ্নিকান্ডের খবর পেয়ে
আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম দেলওয়ার হোসেন
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: নাজমুল
আলম ও আমতলী পৌরসভার মেয়র মো: মতিয়ার রহমান ঘটনাস্থল
পরিদর্শন করেন।