বৃহস্পতিবার দুপুরে নাটোরের লালপুর উপজেলার লালপুর-বাঘা সড়কের
বেরিলাবাড়ী তিন খুঁটি নামক স্থানে মোটর সাইকেল ছিনতাইকারীর
গুলিতে মোশারফ হোসেন (৪২) নামের এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে।
তিনি উপজেলার মোহরকয়া ডিগ্রী কলেজের বাংলা বিষয়ের প্রভাষক এবং
রাজশাহীর বাঘা উপজেলার পীরগাছা গ্রামের মোহম্মদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায় কলেজ ছুটির পর বেলা ১ টার দিকে মোশারফ
হোসেন মোটর সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় তিনখুটি
নামক স্থানে অপর একটি মোটর সাইকেল থেকে মোশারফ হোসেনকে গুলি
করে ছিনতাইকারীরা। এতে তিনি রাস্তায় পড়ে গেলে তারা মোটর সাইকেল
নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মোশাররফ হোসেনকে উদ্ধার করে পার্শ্ববতী
বাঘা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা
করেন।
লালপুর থানার ওসি আবু ওবায়েদ জানান, মোশারফ হোসেনকে হত্যার কারণ
এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে মোটর সাইকেল ছিনতাইয়ের
উদ্যেশ্যে তাকে গুলি করা হতে পারে।
ময়না তদন্তের জন্য মোশারফের লাশ নাটোর মর্গে পাঠানো হয়েছে।
রিপোর্ট লেখা পর্যন্ত লালপুর থানায় মামলার প্রস্তÍতি চলছিল।