সোহেল রানা সোহাগ.সিরাজগঞ্জ থেকেঃ
কি যে শীত বাবা একটা কম্বলও কেউ দিলোনা আমাগো এমনটাই আফসোশ করে বললেন ৭৫
বছরের এক বৃদ্ধ মহিলা সুনতি রানী। সিরাজগঞ্জের তাড়াশের সোলাপাড়া
গ্রামের মৃত অংগড়ীর বৃদ্ধা স্ত্রী সুনতি রানী বুধবার বিকেলে আফসোশ
করে সাংবাদিকদের কাছে বললেন বাবা তোমরা না কত কিছু লিখে দাও
পত্রিকায় । আমাদের মত গরীবদের নিয়ে কিছু লেখা যায় না। আমরাতো টাকা
দিতে পারবোনা দোয়া করবো। এই দেখনা কি যে শীত সইতে পারছিনা ।
কত নেতারা না কম্বল দেয় আমাগো কারো চোখেই পরেনা। একটা কম্বল পেলে
আপাতো গায়ে দিয়ে শীত নিবারন করতাম। ৭৫ বছরের এই বৃদ্ধ মহিলা
সুনতি রানী বলেন,আমাগো সরকার আমাদের গরীবদের জন্য কম্বল দেয় তা
নেতাদেরই বলে হয়না। চাইতে গেলে বলে যে কয়টা কম্বল ছিলো দিয়ে
দিয়েছি পরে এসো। এভাবেই শীতে কাতরাচ্ছেন তাড়াশের আদিবাসী পল্লী
সহ অনেক গরীব দুঃখী মানুষ । তাদের পাশে বৃত্তবান সমাজ সেবকদের
দ্বারানো দরকার। একটু সহোযোগিতা পেলে সুন্দর ভাবে বাচঁতে পারতো
গরীব দুঃখী মানুষ গুলো ।
এ ব্যাপারে তাড়াশ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি
মো.আব্দুল হকের সাথে কথা বরলে তিনি জানান , আসলেই উপজেলার মধ্য
অনেক গরীব মানুষ আছে যাদের পাশে দাড়ানো দরকার। আমি আমার নিজের
অর্থায়নে কিছু কম্বল ইতিমধ্য বিতরন করেছি। শুধু আমরা নেতারা না
সমাজের বৃত্তবান লোকদের ও একটু সহোযোগিতা দরকার।