ইমরান হোসাইন, বরগুনা প্রতিনিধি:
বেতাগীতে বিষখালী নদীতে অভিযান চালিয়ে ৫ কেজী জাটকা, ৪ লক্ষ ২১ হাজার টাকা মূল্যের ২৭ হাজার ৬‘শ মিটার অবৈধ কারেন্ট ও বেহুন্দী জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। মৎস সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল ব্যবহার বন্ধে সমন্বিত বিশেষ অভিযান কর্মসূচির আওতায় গতকাল সোম বার ৭ টি অভিযান ও ৫টি মোবাইল কোর্ট পরিচালনা করে বিষখালী নদী থেকে ২৩ হাজার ৫‘শ মিটার অবৈধ কারেন্ট জাল, ৪টি বেহুন্দী ও বিভিন্ন ধরনের আরও ৮ টি ৪ হাজার ১‘শ মিটার জালসহ ৪ লক্ষ ২১ হাজার টাকা মূল্যের জা যৌথভাবে জব্দ করে উপজেলা প্রশাসন,মৎস বিভাগ ও পুলিশ। জন সম্মুখে জালগুলো পরে পুড়িয়ে ফেলা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এম.এম মাহমুদুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা কালে উপজেলা মৎস কর্মকর্তা (অতিরিক্ত) এসএম বদরুজ্জামান ও বেতাগী থানার এস.আই হাবীবুর রহমান উপস্হিত ছিলেন। উপজেলা মৎস বিভাগ জানায়, সমন্বিত এ বিশেষ অভিযান আরও বেশ কিছু দিন চলবে।