বরগুনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ দেলেয়ার হোসেন বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫৯৫ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী জাফরুল হাসান ফরহাদ পেয়েছেন ১৭ ভোট ॥
বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় বরগুনার ১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয়
দুপুর ২টায়।
জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের মোট ৬১৫ জন ভোটার ভোট দেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন, সাধারণ সদস্য পদে ৩৮ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে
১৩ জন প্রতিদ্বন্দ্বীতা করেন।