পাবনা জেলা পরিষদের ‘প্রশাসক’ পদ থেকে আওয়ামী লীগের প্রবীণ নেতা এম সাইদুল হক চুন্নুর পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার বেলা ১টার সময় তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো এক চিঠিতে এই পদত্যাগ করেন।
পদত্যাগপত্রের অনুলিপি রাজশাহী বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক পাবনাকে দেওয়া হয়।
পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো অনুলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১১ সালের ২০ ডিসেম্বর এম সাইদুল হক চুন্নু পাবনা জেলা পরিষদের প্রশাসক পদে যোগ দেন। এবারের জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন দলের জেলা কমিটির সিনিয়র সহসভাপতি রেজাউল রহিম লাল।