সমাপনী পরিক্ষার খাতা দেখার মানসিক চাপে নাটোরের সিংড়া উপজেলার
তালঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজমল হক (৫০)
এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় সিংড়া পৌর শহরের
মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে খাতা দেখার সময় এই মৃত্যুর ঘটনা
ঘটে। এদিকে শিক্ষকদের অভিযোগ পরিক্ষার খাতা দেখার মাসসিক চাপে তার মৃত্যু
হয়েছে।
স্থানীয় শিক্ষা অফিস ও প্রাথমিক শিক্ষক সমিতি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার
সকাল ১১ টায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সমাপনী পরিক্ষার খাতা
দেখার সময় হঠাৎ শিক্ষক আজমল হক অসুস্থ হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। এদিকে তার মৃত্যুর
খবরে উপজেলার প্রায় দু’শতাধিক শিক্ষক খাতা দেখা বন্ধ করে কোর্ট মাঠে
বিক্ষোভ করে ইউএনও ও শিক্ষ অফিসার বরাবর অভিযোগ প্রদান করেন।
শিক্ষকদের অভিযোগ, সিংড়া উপজেলা বৃহৎ চলনবিলের একটি দুর্গম পল্লী এলাকা।
সেই দুর্গম পথ পেরিয়ে একজন শিক্ষকের শহরে এসে মাত্র ৩দিনে দু’শতাধিক
খাতা দেখা অসম্ভব। তাছাড়া অন্যান্য জেলায় বাড়িতে খাতা দেখার অনুমতি
থাকলেও একমাত্র নাটোর জেলায় শহরে এসে খাতা দেখার তীব্র বিরোধিতা করেন
শিক্ষককেরা
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সিংড়া উপজেলার সভাপতি আজিজুল হক
বলেন, খাতা দেখার সময় বৃদ্ধি ও বাড়িতে খাতা নিয়ে গিয়ে দেখার সুযোগ দিতে
হবে। না হলে অবিলম্বে সকল শিক্ষককে নিয়ে বৃহত্তর আন্দোলন ঘোষণা করা হবে।
উপজেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন বলেন, এবিষয়ে উর্ধ্বতন
কর্র্তৃপক্ষকে অবগত করা হয়েছে। তার সাথে খাতা দেখার সময়সীমাও বৃদ্ধি করে
ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে।